নবী হযরত মোহাম্মদ (সাঃ) কেন ৬ বছর বয়সে বিয়ে করেছিল?
নবী হযরত মোহাম্মদ (সাঃ) আয়েশা (রাঃ) কে কত বছর বয়সে বিয়ে করে ছিল?
অনেকেই মনে করে থাকে নবী হযরত মোহাম্মদ (সাঃ) ৯ বছর বয়সে বিয়ে করেছিল…!
আসলে তিনি হযরত আয়েশা রাঃ কে ৬ বছর বয়সে বিয়ে করেন…। এবং যখন মা আয়েসা রাঃ এর বয়স ৯ বছর হয় তখন তাকে নিয়ে সংসার শুরু করেন।
হযরত আয়েশা রাঃ এর পিতা আবু বকর ছিলেন নবীর বন্ধু।
হযরত মোহাম্মদ (সাঃ) কেন 09 বছর বয়সের আয়েশা (রাঃ) কে বিয়ে করে ছিল?
এই প্রশ্নটি অনেক মুসলিমদেরকে অন্য ধর্মের মানুষেরা করে থাকে। কারণ এটার সঠিক ব্যাখ্যা সবাই জানেনা। তাই তর্কে সাময়িকী ভাবে হারানোর জন্য প্রশ্নটি করে। এবং অনেক মুসলিম ও এই প্রশ্নে চিন্তিত হয়ে পরে।
আজকের লেখায় আমি হাদিস এবং সাধারণ জ্ঞান ২টা দিয়েই প্রশ্নের উত্তর দিব...। এবং এটা পরলে আপনি যে কোন অমুসলিম এর প্রশ্নের উত্তর দিতে পারবেন...। তাছাড়া নিজেও এটার সঠিক ধারনা নিতে পারবেন।
আজকের লেখায় আমি হাদিস এবং সাধারণ জ্ঞান ২টা দিয়েই প্রশ্নের উত্তর দিব...। এবং এটা পরলে আপনি যে কোন অমুসলিম এর প্রশ্নের উত্তর দিতে পারবেন...। তাছাড়া নিজেও এটার সঠিক ধারনা নিতে পারবেন।
হাদিস থেকে বর্ণনাঃ-
এই বিষয়ে "বুখারী শরীফ: হাদিস - ৩৮৯৫" এ বলা আছে আল্লাহর আদেশে নবী আয়েশা (রাঃ) কে বিয়ে করতে রাজি হয়েছেন।
এবং আমার সম্পূর্ণ বক্তব্যে রেফারেন্স আমি শেষের দিকে দিব।
একদিন নবী হয়রত মোহাম্মদ (সাঃ) মা আয়েশা (রাঃ) কে বলেন আয়েশা আমি তোমাকে বিয়ের আগে ২ বার সপ্নে দেখে ছিলাম। তখন আয়েশা (রাঃ) অবাক হয়ে বলে হে আল্লাহর রাসূল কি বলেন? কি করে আপনি আমাকে দেখলেন?
তখন মোহাম্মদ (সাঃ) বলেন: মন দিয়ে শুনো আয়েশা, একদিন রাতে ঘুমের সময় আমি দেখি কে যেন রেশমি কাপর আর ঘুমটা দিয়ে আমার সামনে আসছে...! তখন পাশে জিবরাঈল ছিল। তাকে জিগ্গাসা করলাম ইনি কে? তখন সে বললো আল্লার রাসূল আপনি নিজেই একটু দেখেন। তখন তিনি দেখলেন এটা তার বন্ধু আবু বকর এর মেয়ে! পাস থেকে জিবরাঈল বললো হুজুর এনাকে দেখানোর কারণ হলো আল্লাহ চাই আপনি ওনাকে বিয়ে করেন।
এভাবে কিছু কথার মাধ্যমে তিনি নিশ্চিত হলেন।
তারপর তিনি তার আপন খালাকে দিয়ে তার বন্ধু আবু বকর এর কাছে বিয়ের প্রস্তাব দেই! এবং বিভিন্ন কথার মাধ্যমে বিয়ের জন্য রাজি হয়ে যায়! তারপর বিয়ে হয়ে যায়।
তারপর তিনি তার আপন খালাকে দিয়ে তার বন্ধু আবু বকর এর কাছে বিয়ের প্রস্তাব দেই! এবং বিভিন্ন কথার মাধ্যমে বিয়ের জন্য রাজি হয়ে যায়! তারপর বিয়ে হয়ে যায়।
আমি বলে ছিলাম সব কথার রেফারেন্স দিব। তার সাথে হুজু্র এর ভিডিও দেখুন সহজে বুঝে যাবেন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
সাধারণ জ্ঞান থেকে বর্ণনাঃ-
যদি ১০০-২০০ বছর আগের সমাজ ব্যবস্থা এমন হয় তাহলে ১৪০০ বছর আগে সেটা অস্বাভাবিক কি?
সুতরাং - সময়ের সাথে সমাজ ব্যাবস্থাও পরিবর্তনশীল। হয়তো তখন কারটা আপনার কাছে ভালো লাগে না! এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমাজ ব্যবস্থাকেও অপছন্দ করতে পারে।
নিচে কম বয়সে বিয়ে করা কিছু মানুষের লিষ্টঃ-
1. শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করেন, যখন দেবী সীতার বয়স ৬ বছর। (স্কন্দ পুরান, ৩:২:৩০:৮-৯)
2. শ্রীকৃষ্ণ, রুক্মিণীকে বিয়ে করেন, যখন রুক্মিণীর বয়স ৮ বছর। (স্কন্দ পুরান ৫:৩:১৪২:৮-৭৯)
3. শিব পার্বতিকে বিয়ে করেন, যখন পার্বতির বয়স ৮ বছর। (শিব পুরান, রুদ্রসংহিতা, পার্বতি খন্ড ৩:১১:১-২)
4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।
5. রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
6. বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর ৷
7. দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর।
8. শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে,তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।
9. রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
10. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে,তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।
11. সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।
12. বঙ্গবন্ধু ১৩ বছর বয়সে তিন বছর বয়সি রেণুর সাথে বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর বঙ্গবন্ধুর ১৮ বছর বয়সে বেগম ফজিলাতুন্নেছার সাথে ৮ বছর বয়সে সংসার শুর করেন।
13. লিনা মেদিনা ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্টা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।
14. দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭ বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।
15. পর্তুগালে রাজা ডেনিস দশ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন।
16. নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন দশ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।
17. এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র তিন বছর বয়সে। বারো বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গির সাথে।
18. রোমানোস ইতালির রাজকন্যা চার বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন।
2. শ্রীকৃষ্ণ, রুক্মিণীকে বিয়ে করেন, যখন রুক্মিণীর বয়স ৮ বছর। (স্কন্দ পুরান ৫:৩:১৪২:৮-৭৯)
3. শিব পার্বতিকে বিয়ে করেন, যখন পার্বতির বয়স ৮ বছর। (শিব পুরান, রুদ্রসংহিতা, পার্বতি খন্ড ৩:১১:১-২)
4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।
5. রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
6. বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর ৷
7. দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর।
8. শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে,তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।
9. রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
10. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে,তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।
11. সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।
12. বঙ্গবন্ধু ১৩ বছর বয়সে তিন বছর বয়সি রেণুর সাথে বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর বঙ্গবন্ধুর ১৮ বছর বয়সে বেগম ফজিলাতুন্নেছার সাথে ৮ বছর বয়সে সংসার শুর করেন।
13. লিনা মেদিনা ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্টা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।
14. দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭ বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।
15. পর্তুগালে রাজা ডেনিস দশ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন।
16. নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন দশ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।
17. এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র তিন বছর বয়সে। বারো বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গির সাথে।
18. রোমানোস ইতালির রাজকন্যা চার বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন।
[সূত্রঃ গুগল ]
[ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে।এগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব আমাদের ভুলে যাওয়া সমীচিন নয়।]
ইতিহাস সমাজ স্থির কিছু নয়, ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ডজ্ঞানের অভাব হবে।
একশ/দেড়শ বছর আগের যেটা স্বাভাবিক ছিল।চৌদ্দ বছর আগে সেইটা কেন অস্বাভাবিক হবে?
তাহলে, আয়শা (রা.) ৯ বছর বয়সে মুহাম্মাদ (সাঃ)-এর সাথে সংসার শুরু করায় মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে এতো বিতর্ক কেন ?
আসলে রাসুলুল্লাহ (সাঃ)-কে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী। যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। রাসূলুল্লাহ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহনের অগ্রযাত্রা রুখে দিতে চায়
[বি:দ্রঃ তথ্য অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করা! তাই কোন রকম ক্রুটি থাকলো জানাবেন। ]
