পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও আরবি লিখা সহ। সকল মুসলমানের জানতে হবে!

পাঁচ (৫) কালেমা বাংলা উচ্চারণ ও আরবি  অর্থ সহ। 

কালেমা শব্দের অর্থ কি?

কালেমা শব্দের অর্থ কথা বা বাণী

তবে ইসলামী শরীয়তের ভাষায় কলেমা হলো যে বাণী আল্লাহর পরিচয় দেয়ার মাধ্যমে সত‍্যের পথ দেখায়।

কালেমা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিচয় বহন করে।  কালেমার মূল অর্থ হলো আপনি কালেমার মাধ্যমে সাক্ষ্য দিচ্ছেন এই যে, আপনি মহান আল্লাহ তায়ালা ও তার সৃষ্টি এবং পৃথিবীর শ্রেষ্ঠ মহা-মানব হযরত মোহাম্মদ (সাঃ)  তার নবী ও রাসুল।

কালেমা নিয়ে বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মতামত প্রচলিত আছে। কোন দেশে বলা হয় কালেমা ৬টা আবার কোথাও বলা হয় কালেমা ৫টা, অনেক জায়গায় ৪টাও নাকি আছে। [সূত্র- ইন্টারনেট]

আমাদের বাংলাদেশে ৫টি কালেমার কথা প্রচলিত আছে। আজকে সেগুলো নিয়েই কথা বলবো।

কালেমা না জানলে কি মুসলমান হওয়া যাবে না?


উত্তরঃ হ্যা, যাবে। কালেমা জানা মানে মুখস্ত রাখার কথা বুঝানো হয়েছে। কালেমা মুখস্ত রাখার মতো কোন বিষয় কোথাও বলা নেই। তবে আপনি চাইলে শিখে রাখতে পারেন। কারণ যে কোন পরিস্থিতিতে যদি আপনার কালেমা পাঠ করার কথা মনে হয়, তাহলে মুখস্ত থাকলে কালেমা পাঠ করতে পারবেন। 

কালেমা কেন পাঠ করবেন?


- কালেমা পাঠ করবেন কারণ
  •     কালেমা পাঠ করলে ঈমান মজবুত হবে।
  •    এবং এর মাধ্যমে আল্লাহ ও নবী রাসুলের প্রতি           অনুগত থাকার জন্য।

আজকে বাংলাদেশে প্রচলিত ৫টি কালেমা নিয়ে আলোচনা করবো এই লিখাই।

পাঁচ (৫) কালেমার নাম:-
 
  1.   কালেমা তাইয়্যেবা               
  2.   কালেমা শাহাদাত
  3.   কালিমা তাওহীদ
  4.   কালিমা-ই তামজিদ
  5.   কালিমায়ে রদ্দে কুফর


নিচে পাঁচ কালেমার আরবি ও বাংলা অর্থ ও উচ্চারণ দেওয়া হলোঃ-

★ কালেমা তাইয়্যেবা★

لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الل

কালেমা তাইয়্যেবার বাংলা উচ্চারণঃ-

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।
 

★কালেমা শাহাদাত★

اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه

কালেমা শাহাদাতের বাংলা উচ্চারণঃ

আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।

কালেমা শাহাদাত বাংলা উচ্চারণ সহ

★কালেমা তাওহীদ★

لَا اِلَهَ اِلَّا اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ

কালেমা তাওহীদের বাংলা উচ্চারণঃ

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া উ মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর।

কালেমা তাওহীদ বাংলা উচ্চারণ সহ

কালিমা-ই তামজিদ

لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْى وَ يُمِيْتُ وَ هُوَحَىُّ لَّا يَمُوْتُ اَبَدًا اَبَدًا ط ذُو الْجَلَالِ وَ الْاِكْرَامِ ط بِيَدِهِ الْخَيْرُ ط وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ ط

কালেমা-ই তামজিদ বাংলা উচ্চারণঃ

লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।

কালেমা-ই তামজিদ বাংলা উচ্চারণ সহ

কালিমা-ই রদ্দে কুফর

اللهم انی اعوذبک من ان یشرک بک شیئا واستغفرک ما اعلم به ومالا اعلم به تبت عنه وتبرأت من الکفر والشرک والمعاصی کلها واسلمت وامنت واقول ان لا اله الا الله محمد رسول الله صلی الله علیه وسلم

কালেমা-ই রদ্দে কুফর বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী, ওয়ামা লা-আ’লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।

কালেমা-ই রদ্দে কুফর বাংলা উচ্চারণ সহ

আরো জানুন-  নবী যরত মোহাম্মদ  (সাঃ) কেন ৬ বছর বয়সে বিয়ে করেছিল?














Next Post
No Comment
Add Comment
comment url
*/