বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন। ২০+ সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন। ২০+ সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন।
আজকে আমি বাংলাদেশ সম্পর্কে এবং সাধারণ জ্ঞান মূলক কিছু প্রশ্ন শেয়ার করবো! আপনাদের কমেন্টের ও শেয়ারের উপর ভিত্তি করে পরবর্তী পর্ব আসতে পারে।
![]() |
| সাধারণ জ্ঞান মূলক ২০+ প্রশ্ন ও উত্তর! |
আপনি পছন্দ করতে পারেন এমনঃ
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #1
🟢 বাংলাদেশে কত গুলো থানা আছে?
উত্তরঃ বাংলাদেশের মোট থানার সংখ্যা ৬৫২ টি।
উত্তরঃ বাংলাদেশের মোট থানার সংখ্যা ৬৫২ টি।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #2
🟢 বাংলাদেশে কত গুলো জেলা আছে?
উত্তরঃ বাংলাদেশে মোট ৬৪ টি জেলা আছে।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #3
🔴 বাংলাদেশের প্রথম জেলা কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রথম জেলা।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #4
🟡 চট্টগ্রাম কত সালে জেলা হয়?
উত্তরঃ ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা হয়।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #5
🟢 বাংলাদেশে বিভাগ কত গুলো?
উত্তরঃ বাংলাদেশে মোট ৮টি বিভাগ আছে।
আপনি পছন্দ করতে পারেন এমনঃ
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #6
🟢 বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
উত্তরঃ তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #7
🟢 কত তারিখ পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়?
উত্তরঃ ২০১৭ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ প্রথম স্প্যান বসানো হয়।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #8
🔴 পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #9
🔴 পদ্মা সেতুর প্রস্থ কত কিলোমিটার?
উত্তরঃ সেতুটির প্রস্থ ১৮.১০ মিটার।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #10
🟡 পদ্মা সেতু নির্মাণে কত টাকা খরচ?
উত্তরঃ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
আপনি পছন্দ করতে পারেন এমনঃ
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #11
🟠 বাংলাদেশ কত গুলো প্রাথমিক বিদ্যালয় আছে?
উত্তরঃ ৬৫ হাজার ৫৯৩টি প্রাথমিক বিদ্যালয় আছে।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #12
🟢 বাংলাদেশে কত গুলো উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় আছে?
উত্তরঃ ৫৩ হাজার ৫৮৯ টি।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #13
🟢 বিশ্বের সব চেয়ে বড় বিশ্ব-বিদ্যালয় কোনটি?
উত্তরঃ অক্সফোর্ড ইউনিভার্সিটি।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #14
🟡 বাংলাদেশের জন সংখ্যা কত?
উত্তরঃ ২০২২ সালের সাম্প্রতিক বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী; বাংলাদেশের জনসংখ্যা ১৬৫ মিলিয়ন।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #15
🔴 BTV কবে চালু হয়?
উত্তরঃ ৬ই মার্চ ১৯৭৫ সালে।
আপনি পছন্দ করতে পারেন এমনঃ
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #16
🟢 বাংলাদেশে প্রতি মিনিটে কত জন জন্ম নেয়?
উত্তরঃ বাংলাদেশে মিনিটে ৯ জন শিশু জন্ম নেয়।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #17
🟡 বাংলাদেশে মিনিটে কত জন মারা যায়?
উত্তরঃ দেশে প্রতিমিনিটে ৪ জন মারা যায়।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #18
🟠 বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১২৫ জন বসবাস করে।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #19
🔴 বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৪৭%।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #20
🔷 ঢাকার পূর্ব নাম কি?
অথবা, ঢাকার প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ মোগল আমলে (১৬০৮-১৭০৪) ঢাকার পূর্ব নাম ছিল জাহাংগীরনগর।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #21
🔷 ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
উত্তরঃ মোগল শাসন কালে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #22
🟢 প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #23
🟠 প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন #24
🔴 বাংলাদেশের পাবলিক বিশ্ব-বিদ্যালয় কত গুলো?
উত্তরঃ বাংলাদেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ব-বিদ্যালয় আছে।
🔴 বাংলাদেশের পাবলিক বিশ্ব-বিদ্যালয় কত গুলো?
উত্তরঃ বাংলাদেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ব-বিদ্যালয় আছে।
আপনি পছন্দ করতে পারেন এমনঃ
আমাদের সাইটে এমন আরো অনেক পোষ্ট করা আছে আপনাদের জন্য। দেখার আমন্ত্রণ রইলো। 💜
-Tafsir Ahmed
ভালো লাগলে শেয়ার করুন👈🥰
