পদার্থ কাকে বলে? কত প্রকার ও কী কী? আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ?

পদার্থ কাকে বলে?  কত প্রকার ও কী কী?  আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ? 

আসসালামু আলাইকুম! Regular Teach - এর আরো একটি শিক্ষণীয় আর্টিকেলে সকলকে স্বাগতম। আজকের এই আর্টিকেলের লিখা বিষয় বস্তু যদি ভালো লাগে, তাহলে আমাদের সাইটের আরো কিছু আর্টিকেল পড়ার আমন্ত্রণ রইলো। পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্ব পূর্ণ শাখা।

পদার্থের বৈশিষ্ট্যঃ

• একটি পদার্থ পদার্থের একটি বিশুদ্ধ একক রূপ।

• পদার্থের অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ ওজন, ভর এবং আয়তন থাকতে হবে।

• কোনো শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে একে অন্য ধরনের পদার্থে বিভক্ত করা যায় না।

• পদার্থটি অবশ্যই পরমাণু এবং অণুর সমন্বয়ে গঠিত হতে হবে।

আপনি পছন্দ করতে পারেন ঃ

পদার্থ কাকে বলে?



পদার্থ কাকে বলে?
যার ভর আছে, স্থান দখল করে, এবং বল প্রয়োগে বাধা প্রধান করে, তাকে পদার্থ বলেযেমন, চেয়ার, টেবিল, ইট, পানি, গ্যাস ইত্যাদি।

পদার্থ কত প্রকার ও কী কী?
পদার্থ প্রধানত ৩ প্রকারঃ
১. কঠিন পদার্থ (Solid Matter)
২. তরল পদার্থ (Liquid Matter)
৩. বায়বীয় পদার্থ (Gaseous Matter)

কঠিন পদার্থ কাকে বলে?
উত্তর: কঠিন পদার্থ (Solid Matter): যে পদার্থের নির্দিষ্ট আকারও আয়তন আছে এবং জায়গা দখল করে তাকে কঠিন পদার্থ বলে। সাধারণ বা স্বাভাবিক অবস্থায় কঠিন পদার্থের আকার এবং আয়তনের পরিবর্তন হয়না। যেমন: লোহা,ইট পাথর,কাঠ ইত্যাদি।

তরল পদার্থ কাকে বলে?
উত্তর:  যে পদার্থের আয়তন আছে, কিন্তু আকার নেই, তাকে তরল পদার্থ বলে। তরল পদার্থকে যে পাত্রে রাখা, সেই পাত্রে আকার ধারণ করে। যেমন: পানি,তৈল,দুধ ইত্যাদি।

বায়বীয় পদার্থ কাকে বলে?
উত্তর: যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তাকে বায়বীয় পদার্থ বলে।  কিছু পরিমাণ গ্যাসকে একটি ছোট পাত্রে রাখলে যেই ভাবে সেই পাত্রকে পূর্ন করতে পারে। তেমনি একটা বড় পাত্রে রাখলে সেই ভাবেই সেই পাত্রকে পূর্ণ করতে পারে।

আপনার জন্য দরকারি হতে পারেঃ

গঠন অনুসারে পদার্থকে কই ভাগে ভাগ করা হয়ছে?

উত্তর: গঠন অনুসারে পদার্থকে ২ ভাগে ভাগ করা হয়ছে। যথাঃ-
1. মৌলিক পদার্থ (Element Matter)
2. যৌগিক পদার্থ (Compound Matter)

আপনাদের প্রশ্ন থাকতে পারে,

মৌলিক পদার্থ কাকে বলে?
উত্তরঃ যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থে ছাড়া অন্য কোন পদার্থের অনু পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।

যৌগিক পদার্থ কাকে বলে?
উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থকে ভাংলে যদি দুই বা তার অধিক মৌল পাওয়া যায় তাহলে তাকে যৌগিক পদার্থ বলে। 


আপনি জানেন না হয়তোঃ


প্রশ্নঃ আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ? 

প্রশ্নঃ আধুনিক পদার্থ বিজ্ঞান এর জনক কে ? 

প্রশ্নঃ Modern Physics এর জনক কে ? 

ক. আইজ্যাক নিউটন 

খ. আলবার্ট আইনস্টাইন

গ. হিপোক্রেটিস 

ঘ. এরিস্টটল 


উত্তরঃ আলবার্ট আইনস্টাইন

এখন থামেন! নাকি? 🙃 এক বিষয় আর কত পড়বেন? আর যানতে হবে না? যা হোক, সামনে মৌলিক পদার্থ নিয়ে আরো বিস্তারিত আসবে।  


 
আমাদের সাইটে  ইতি মধ্যে বেশ কয়েকটা শিক্ষণীয়  আর্টিকেল আছে। নিচে কিছু Backlink করা আছে পড়ে দেখুন। 

আজকের মতো এখানেই❣️ 

নিচে থাকা সোশাল মিডিয়ায় ক্লিক করে শেয়ার করে দিন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/