Honesty Is The Best Policy. Completing Story Honesty is the best Policy (বাংলাসহ)। Honesty Rickshaw puller Story.
Honesty Is The Best Policy. Completing Story Honesty is the best Policy (বাংলাসহ)। Honesty Rickshaw puller Story.
Completing Story লিখার এগে এটা নিয়ে বেশ কিছু তথ্য জানা থাকা দরকার।
আজকের এই আর্টিকেলে আমি এগুলো নিয়ে আলোচনা করবো।
honesty is the best policy bangla meaning
অথবা,
Honesty Is The Best Policy - এর বাংলা অর্থ কী?
উত্তরঃ- সততাই সেরা নীতি।
Completing Story কি ভাবে প্রশ্নে থাকে?
উত্তরঃ Completing Story এর ক্ষেত্রে আপনার প্রশ্নে কোন কাল্পনিক গল্পের প্রথম অংশ দেওয়া থাকবে। সেটা থেকে বুঝতে হবে তারা আপনাকে কি লিখতে ইসারা করছে। এবং সেই মতো করে আপনার Story Complete করতে হবে। Completing Story মুখস্ত করার কোন বিষয় না। আপনার রাইটিং স্কিলের উপর নির্ভর করে আপনি কেমন পারবেন। বস্তুত কোন গল্পের বা কোন ঘটনা,বিষয এর উপর কিছু লাইন থাকবে। সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে প্রথমে। এবং সেই মতো করে গল্প,ঘটনা বা বিষয়ের অবশিষ্টাংশ পূর্ণ করতে হবে। এবং এর একটি গ্রহণযোগ্য Titel দিতে হবে।
Completing Story লিখার নিয়ম কি কি?
or,
কিভাবে Completing Story লিখতে হয়?
উত্তরঃ Completing Story লেখার জন্য বাধ্যতামূলক কোন নিয়ম নেই। যেমনটা Letter বা অন্য সবে থাকে। তবে পরিক্ষায় বেশি নাম্বার পেতে হলে নিচে দেওয়া নিয়ম গুলো ফলো করতে পারেন, এতে করে আপনার লেখা Honesty is the Best Policy এর মতো সব Completing story লিখা সুন্দর হবে।
নিয়মাবলী -
• প্রথমে গল্পের মূল বিষয়টা অনুমান বা অনুধাবন করার চেষ্টা করতে হবে।
• নিজের চিন্তা ও ধারনার সঠিক ব্যবহার করতে হবে।
• গল্পের ভাষা সহজ সরল বা সহজ শব্দে লিখা থাকতে হবে।
• Main Theem সুসংবদ্ধ ও সঠিক হতে হবে।
• স্বাভাবিক ভাবে গল্প করতে হবে।
• গল্পের ধারাবাহিতা অবশ্যয় Maintain করতে হবে।
• গল্পটি নিজে একটু আলাদা করে সাজানোর চেষ্টা করতে হবে এবং শেষের দিকে একটু চমকপ্রদ ভাবে উপস্থাপন করতে হবে।
• প্রশ্নে যদি কোন প্রকার ১ম অংশ দেওয়া থাকে (অনেক সময় নাও থাকতে পারে) তাহলে নিশ্চয় তার ধারাবাহিতা মেনে গল্পের সামনের দিকে আগাতে হবে।
• গল্পের মূল বিষয় পরিবর্তন করে ইচ্ছা মতো লিখা যাবে না।
[উক্ত নিয়ম গুলো মেনে Honesty is the best policy লিখা হয়ছে। এবং বেশি নাম্বার আর লিখা সুন্দর রাখতে নিয়ম গুলো মেনে লিখার চেষ্টা করুন। ]
আপনাদের কাঙ্ক্ষিত Completing story Honest is the best policy নিচে দেওয়া হলো। মনে রাখা ভালো নিচে দেওয়া Honesty is the best Policy Compting Story for Jsc, Ssc, Hsc, আপনারা সম্পূর্ণ কপি না করে যদি সম্ভব হয়, এটা থেকে ধারণা নিয়ে আপনারা নিজে তৈরি করেন।
[C.B- 2020 SSC Exam প্রশ্নে এসেছিল]
![]() |
| Honesty is The best Policy. Completing Story |
HONESTY IS THE BEST POLICY
এমন আরো অনেক অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে জ্ঞান অর্জন করে হলে আমাদের সাইট থেকে গুরে আসুন। এবং আপনার যদি কোন জরুরী কোন Completing story, Latter,paragraph ইত্যাদির জন্য Contact করতে পারেন।
